আইফোনে ভিডিও ধারণ করে পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আইফোন ব্যবহারকারীদের জন্য স্বল্পদৈর্ঘ্যের ভিডিও বার্তা পাঠানোর সুবিধা নিয়ে কাজ করছে তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পরিচিত ব্যক্তিদের কাছে বার্তা হিসেবে পাঠাতে পারবেন। আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

হোয়াটসঅ্যাপের সুবিধা শনাক্ত করার প্ল্যাটফর্ম ডব্লিউ আ বেটা ইনফো বলছে, নতুন সুবিধাটি বর্তমানে চালু থাকা দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও থেকে আলাদা। সাধারণত সংরক্ষিত দীর্ঘ ভিডিও অন্য ব্যক্তিদের কাছে ফরোয়ার্ড করে পাঠানো যায়। এখন মূল কথোপকথনের অংশ হিসেবে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পাঠাতে পারবেন।

এখন নতুন সুবিধাটি আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের বেটা ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারছেন। এতেও এন্ড টু এন্ড এনক্রিপটেড নিরাপত্তা সুবিধা থাকবে। তবে কবে নাগাদ আইফোন ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সম্প্রতি উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অডিও এবং ভিডিও কল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস পোস্ট করার সুযোগ চালু করেছে মেটার মালিকানাধীন এই তাৎক্ষণিক বার্তা বিনিময়ের অ্যাপ।

সূত্র: গ্যাজেটস ৩৬০