যে স্ক্রিন প্রটেকটর ব্যবহারে ক্ষতি হতে পারে ফোনের

স্মার্টফোনছবি: রয়টার্স

স্মার্টফোনের পর্দায় দাগ পড়া ঠেকাতে অনেকেই বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেকটর (সুরক্ষা পর্দা) ব্যবহার করেন। তবে লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটর ব্যবহারের কারণে স্মার্টফোনের পর্দার স্থায়ী ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে শাওমি। খুদে ব্লগ লেখার সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবাতা জানিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

শাওমি জানিয়েছে, বাঁকানো পর্দার ফোনে লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটরের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রটেকটর ফোনের পর্দার ক্ষতি করতে পারে। কারণ, লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটরে একধরনের আঠালো উপাদান রয়েছে, যা পর্দার সঙ্গে প্রটেকটরকে আটকে রাখতে সহায়তা করে। এই আঠালো উপাদানই ক্ষতি করতে পারে ফোনের।

আরও পড়ুন

লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটরে থাকা আঠালো উপাদান ফোনের চার্জিং পোর্ট, স্পিকারের ফুটো ও ব্যাটারিতে ছড়িয়ে পড়তে পারে। এতে ফোনের বিভিন্ন অপশন ঠিকমতো কাজ না করা, স্পিকারের শব্দের মান খারাপ হওয়াসহ ফোন স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এই প্রটেকটর ব্যবহারের ফলে ফোনের বিক্রয়োত্তর সেবাও ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটরের বদলে ফোনে নন-টেম্পারড গ্লাসের প্রটেকটর ব্যবহারের পরামর্শও দিয়েছে শাওমি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন