ইন্টেলের প্রতিষ্ঠা

রবার্ট নয়েচ, অ্যান্ডি গ্রোভ ও গর্ডন মুর মাইক্রোপ্রসেসর উৎপাদন করার জন্য ইন্টেল প্রতিষ্ঠা করেন।

পৃথিবীর বেশিরভাগ কম্পিউটারেই এখন ইন্টেলের প্রসেসর বা চিপ ব্যবহৃত হয়রয়টার্স

১৮ জুলাই ১৯৬৮
ইন্টেল প্রতিষ্ঠিত হলো
রবার্ট নয়েচ, অ্যান্ডি গ্রোভ ও গর্ডন মুর মাইক্রোপ্রসেসর উৎপাদন করার জন্য ইন্টেল প্রতিষ্ঠা করেন। এই মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কাজ করার গতি বাড়াবে আর কম্পিউটারের আকার কমিয়ে দেবে—এটাই ছিল ইন্টেলের তিন প্রতিষ্ঠাতার উদ্দেশ্য। ইন্টেলের তৈরি পেন্টিয়াম প্রসেসর এখন আইবিএম ঘরানার বেশির ভাগ পারসোনাল কম্পিউটারের মূল উপাদান।

মুরের সূত্রের জন্য বেশি বিখ্যাত ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর। এই সূত্রে মুর বলেছিলেন, প্রতি ১৮ মাস অন্তর মাইক্রোপ্রসেসরের গতি বাড়বে দুই গুণ আর মাইক্রোপ্রসেসরের আকার হবে অর্ধেক। মুরের এই আপ্তকথার প্রমাণ এখনো দেখা যাচ্ছে মাইক্রোপ্রসেসরশিল্পে।

ইন্টেলের তিন প্রতিষ্ঠাতা (বাঁদিক থেকে) অ্যান্ডি গ্রোভ, রবার্ট নয়েচ ও গর্ডন মুর, ১৯৭৮
উইকিমিডিয়া

ইন্টেলের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারায়। এটি এখন পৃথিবীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ইন্টেল বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা এসার, লেনোভো, এইচপি ও ডেলের জন্য মাইক্রোপ্রসেসর সরবরাহ করে। এ ছাড়া ইন্টেল মাদারবোর্ডের চিপসেট, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার ও আইসি (ইন্টিগ্রেটেড সার্কিট), ফ্ল্যাশ মেমোরি, গ্রাফিকস চিপ, এমবেডেড প্রসেসর এবং যোগাযোগ ও কম্পিউটারপ্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করে থাকে।

‘ইন্টিগ্রেটেড’ ও ‘ইলেকট্রনিকস’—এই দুই শব্দ থেকে ‘ইন্টেল’ নাম এসেছে। অর্থাৎ সমন্বিত ইলেকট্রনিকসের সংক্ষিপ্ত রূপ ইন্টেল। শুরু থেকে এ পর্যন্ত এটি সেই কাজই করে যাচ্ছে। ২০২২ সালের হিসাবে ইন্টেলের মোট সম্পদের পরিমাণ এক হাজার ৮২১ কোটি মার্কিন ডলার। মোট কর্মী এক লাখ ৩১ হাজার ৯০০ জন।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও উইকিপিডিয়া