সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহীদের জন্য হ্যাকাথন

এফাইন ব্লকচেইন হ্যাকাথন’ প্রতিযোগিতার লোগোবিডিওএসএন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিল্পে ব্লকচেইন (তথ্য সংরক্ষণের নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি) সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী স্নাতকদের জন্য ‘এফাইন ব্লকচেইন হ্যাকাথন’ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। রাজধানীর মহাখালী ডিওএইচএসের একটি ল্যাবরেটরিতে অনুষ্ঠেয় দুই দিনের এ আয়োজন শুক্রবার শুরু হবে। চলবে টানা ৩৪ ঘণ্টা। হ্যাকাথনে অংশ নিতে হলে সর্বোচ্চ তিনজনের দল গঠনের পাশাপাশি নিজেদের ধারণা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত দলগুলোর থেকে বাছাই করা দলগুলো হাক্যাথন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বিজয়ী দলগুলোর জন্য রয়েছে মোট দেড় লাখ টাকা পুরস্কারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও ফেলোশিপের সুযোগ। এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে প্রযুক্তিপ্রতিষ্ঠান উইন্ড ও অ্যাঙ্করব্লক।

এ বিষয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, দেশে ব্লকচেইন সফটওয়্যারের ধারণা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ ছাড়া শিক্ষা লাভের সময় শিল্পের সঙ্গেও তেমন যোগাযোগ তৈরি হয় না। এ উদ্যোগ সেই অভাব পূরণ করবে। একই সঙ্গে আগ্রহীদের ব্লকচেইন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক এফাইনের প্রধান কারিগরি কর্মকর্তা তারিক আদনান জানান, দেশে মেধাবী সফটওয়্যার প্রকৌশলী রয়েছেন। কিন্তু অনেকেরই ব্লকচেইন প্রযুক্তি সম্পর্ক ধারণা নেই। এ জন্য আমাদের দেশে ব্লকচেইন প্রকৌশলীর সংখ্যা কম। এ আয়োজন তরুণদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেবে।

হ্যাকাথনে অংশ নিতে আগ্রহীরা www.facebook.com/events/516857839946015 ঠিকানায় বিস্তারিত তথ্য জানতে পারবেন। ২৫ অক্টোবরের মধ্যে https://hackathon.affinedefi.com ঠিকানায় নিবন্ধন করতে হবে।