প্রযুক্তির এই দিনে: ১৩ অক্টোবর
কম্পিউটারের পথিকৃৎ আর্থার বার্কসের জন্ম
সাধারণ কাজের জন্য পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াকের প্রধান নকশাকার আর্থার ওয়ালটার বার্কস যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জন্মগ্রহণ করেন।
১৩ অক্টোবর ১৯১৫
কম্পিউটারের পথিকৃৎ আর্থার বার্কসের জন্ম
সাধারণ কাজের জন্য পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াকের প্রধান নকশাকার আর্থার ওয়ালটার বার্কস যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জন্মগ্রহণ করেন। তিনি ডিপ্যাউ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব মিশিগানে গণিতে পড়াশোনা করেন। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মুর স্কুলে তিনি এনিয়াক কম্পিউটারের নকশা করেন। ১৯৪৬ সালে এনিয়াকের নকশা সম্পন্ন করেন। এনিয়াক তৈরিতে তিনি জে প্রেসপার একার্ট ও জন মশলির সঙ্গে কাজ করার পর বার্কস প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখানকার ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজে তিনি জন ভন ন্যুমানকে কম্পিউটার তৈরিতে সাহায্য করেন। আর্থার বার্কস ২০০৮ সালের ১৪ মে মারা যান।
১৩ অক্টোবর ২০১০
রোবট দিয়ে পৃথিবীর প্রথম অস্ত্রোপচার
কানাডার মন্ট্রিয়ল জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো রোবট দিয়ে পুরোপুরি অস্ত্রোচার সম্পন্ন হয়। এই অস্ত্রোপচারে দূর নিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোলড) দুটি রোবট ব্যবহার করা হয়। এ কাজে অংশ নেয় দ্য ভিঞ্চি ও ম্যাকস্লিপি নামের দুটি রোবট। দুটি রোবটকেই দূর থেকে শল্যচিকিৎসকেরা নিয়ন্ত্রণ করেছিলেন।
দ্য ভিঞ্চি ছিল ব্যাপক ব্যবহৃত শল্য রোবট (সার্জিক্যাল রোবট)। ম্যাকস্লিপি ছিল অবেদন বট (অ্যানেসথেসিয়া বট)। দ্য ভিঞ্চি তার বাহুতে থাকা ভিডিও ক্যামেরা দিয়ে শল্য চিকিৎসকদের রোগীর থ্রিমাত্রিক এইচডি ছবি পাঠাচ্ছিল। আর ম্যাকস্লিপি অস্ত্রোপচারের কাজটা সুচারু করার জন্য ছিল ভিঞ্চির যোগ্য সহযোগী। রোবট দিয়ে মানুষের অস্ত্রোপচারে এই সফলতার পর দ্য ভিঞ্চি ও ম্যাকস্লিপিকে জুটি করে আরও কিছু অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ ও পপুলার সায়েন্স