কাল থেকে আইএফএ প্রদর্শনী, যেসব প্রযুক্তি ও পণ্যের দেখা মিলতে পারে
আগামীকাল শুক্রবার থেকে জার্মানির বার্লিনে শুরু হচ্ছে আইএফএ প্রদর্শনী। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিবছর আয়োজিত আন্তর্জাতিক এ বাণিজ্য প্রদর্শনীতে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে থাকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তাই বরাবরের মতোই এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই প্রদর্শনী। প্রযুক্তি বিশ্বে এরই মধ্যে জোর গুঞ্জন উঠেছে, ইউরোপের সবচেয়ে বড় এ প্রযুক্তি প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধা ও পণ্য প্রদর্শন করা হতে পারে।
বাজার বিশ্লেষকদের ধারণা, এ বছর অনুষ্ঠিত সিইএস, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসসহ অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এআই ছিল মূল আকর্ষণ। তাই এবারের আইএফএ প্রদর্শনীতেও ল্যাপটপ, স্মার্টফোন, হোম অ্যাপ্লিকেশন ও গাড়ির ড্যাশবোর্ডেও নতুন এআই সুবিধা প্রদর্শন করা হতে পারে। এ ছাড়া এআই পিসিরও দেখা মিলতে পারে। ইন্টেলের লুনার লেক প্রসেসর ও কোয়ালকমের কোপাইলট প্লাস এআই পিসিরও দেখা মিলতে পারে এবারের প্রদর্শনীতে।
সিসিএস ইনসাইটের কনজ্যুমার টেক ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট কেন ম্যাককেনা বলছেন, সম্প্রতি এআই পণ্য ও সেবার ঘোষণার একটা জোয়ার দেখা যাচ্ছে। তবে অনেক ব্যবহারকারীর কাছে এখনো এসব পণ্য ও সেবায় এআই ব্যবহারের বিষয়টি অস্পষ্ট রয়ে গেছে। আইএফএ প্রদর্শনীতে দর্শকেরা এসব এআই পণ্য ও সেবা সরাসরি পরখ করার সুযোগ পাবেন। এ ছাড়া নতুন অনেক এআই পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে এ প্রদর্শনী থেকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস