ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) বর্তমান নির্বাহী কমিটির (ইসি) সদস্যদের পদত্যাগ করার আলটিমেটাম দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন শতাধিক সদস্য। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছেন, আইএসপিএবির সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৩০০ জন হলেও মাত্র ২৫ জন সদস্য মিথ্যা অভিযোগ এনে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার জন্য একটি চিঠি দিয়েছেন। এই সদস্যরা গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে আইএসপিএবির নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের অনেকের বিরুদ্ধেই গত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে এবং তাঁরা বিভিন্ন সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত।
আলটিমেটাম দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বলা হয়, আইএসপিএবিতে বর্তমানে নির্বাচিত নির্বাহী কমিটি রয়েছে। হঠাৎ করে ২০-৩০ জন সদস্য নির্বাচিত কমিটির সব সদস্যকে পদত্যাগ করার জন্য চিঠি দিয়েছেন, যা মোটেও গ্রহণযোগ্য নয়। গত নির্বাচনের পর নির্বাচিত কমিটির বিরুদ্ধে তাঁরা কোনো অভিযোগ করেননি। বর্তমানে শুধু সুবিধা নিতেই এই কাজ করছেন তাঁরা। আর তাই সব সুযোগসন্ধানী সদস্যকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আইএসপিএবিকে। এ ছাড়া বর্তমান কমিটিতে যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের অব্যাহতি দিয়ে পদ থেকে সরিয়ে দিয়ে প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।
সংস্কারবাদীদের পক্ষে আইএসপিএবির সাবেক সহসভাপতি ও এডিএন টেলিকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আজহারুল হক চৌধুরী আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাহী কমিটির অনেকেই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এই কমিটির বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘বর্তমান নির্বাহী কমিটির দু-একজন সদস্য আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। আমি তাঁদের বলেছি সরে যেতে, এরই মধ্যে একজন পদত্যাগ করেছেন, আরও সদস্য পদত্যাগ করতে পারেন। আমাদের আইএসপিএবির অনেক দাবি দাওয়া আছে যেগুলো আমরা গত সরকারের কাছে বারবার চেয়েও পায়নি। এখন এই দাবিগুলো আমরা নতুন সরকারকে জানাব।
প্রসঙ্গত, গত রোববার আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকের কাছে সাধারণ ইন্টারনেট ব্যবসায়ীদের পক্ষে ২৫ সদস্য সাতটি সুনির্দিষ্ট অভিযোগ এনে আইএসপিএবির বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের পদত্যাগ করার আলটিমেটাম দেন। গতকাল মঙ্গলবার সংস্কারবাদী সদস্যদের আলটিমেটামের সময় শেষ হওয়ার পর আইএসপিএবির বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন ইমদাদুল হক।