অনুবাদ অংশ-৫
প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি বিষয়ে Translate into English থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশদেওয়া হলো।
Translate into English:
21. রাজিনের দুই ভাই ও দুই বোন আছে। রাজিনের দুই ভাইয়ের নাম রাফিন ও রাহিন। রাজিনের দুই বোনের নাম রুবা ও রুহানা। তারা শিক্ষার্থী। রাফিন ষষ্ঠ শ্রেণী, রাহিন পঞ্চম শ্রেণী, রুবা চতুর্থ শ্রেণী এবং রুহানা তৃতীয় শ্রেণীতে পড়ে।
Answer: Rajin has two brothers and two sisters. The names of Rajin's brothers are Rahin and Rafin. The names of Rajin's sisters are Ruba and Ruhana. They are students. Rafin is in class six, Rahin is in class five, Ruba is in class four and Ruhana is in class three.
22. তানিয়া একটি গ্রামে বাস করে। তার বয়স ১০ বছর। সে পঞ্চম শ্রেণীতে পড়ে। তার একটি বোন আছে। সে তার বোনকে খুবই ভালোবাসে।
Answer: Tania lives in a village. She is 10 years old. She reads in class five. She has a sister. She loves her sister very much.
23. আমি লিনা। আমার বয়স ১০ বছর। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার বাবা একজন ডাক্তার। আমার মা একজন শিক্ষিকা।
Answer: I am Lina. I am ten years old. I am in class five. My father is a doctor. My mother is a teacher.
24. শাহানা বানু তাঁর শ্রেণীতে একটি ইংরেজি বর্ষপঞ্জি এনেছেন। তিনি এটি ছাত্রছাত্রীদের দেখান। এই বর্ষপঞ্জিটির ছয়টি পৃষ্ঠা আছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গার সুন্দর দৃশ্যাবলি আছে। প্রতিটি পৃষ্ঠায় দুটি মাস দেখানো হয়েছে।
Answer: Shahana Banu has brought an English calendar in her class. She shows it to the students. This calendar has six pages. There are beautiful scenery of different places of Bangladesh. In each page two months are shown.
শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা