কোর মেমোরির পেটেন্ট পেলেন জে ফরেস্টার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জে ফরেস্টার কোর মেমোরির পেটেন্ট স্বত্ব পান।

জে ফরেস্টারউইকিমিডিয়া

২৮ ফেব্রুয়ারি ১৯৫৬
কোর মেমোরির পেটেন্ট পেলেন জে ফরেস্টার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জে ফরেস্টার কোর মেমোরির পেটেন্ট স্বত্ব পান। তাঁর উদ্ভাবনের নাম ছিল কো–ইনসিডেন্ট কারেন্ট ম্যাগনেটিক কোর মেমোরি। মার্কিন পেটেন্ট অফিস থেকে ‘মাল্টিকো–অরডিনেট ডিজিটাল ইনফরমেশন স্টোরেজ ডিভাইস’ হিসেবে ২৭৩৬৮৮০ নম্বর পেটেন্ট ফরেস্টারকে দেওয়া হয়।

ম্যাগনেটিক কোর মেমোরি
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে সলিড স্টেট (সেমিকন্ডাক্টর) র‌্যাম (র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি) উদ্ভাবনের আগপর্যন্ত ফরেস্টারের এই ম্যাগনেটিক কোর মেমোরি ছিল ডিজিটাল কম্পিউটারের মেমোরির জন্য মান যন্ত্রাংশ।

ভিস্যাটভিত্তিক ইন্টারনেট যোগাযোগ
সংগৃহীত

২৮ ফেব্রুয়ারি ২০০০
দেশে ভিস্যাটের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার
কৃত্রিম উপগ্রহনির্ভর ইন্টারনেট যোগাযোগের যন্ত্র ভিস্যাট বা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনালের ওপর থেকে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড—বিটিটিবির (বর্তমানে বিটিসিএল) একচেটিয়া নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে গ্রাহক প্রান্তে ইন্টারনেট ব্যবহারের খরচ কমে আসে। প্রতি মিনিটে ৬০ থেকে ৯০ পয়সায় নেমে আসে ইন্টারনেট ব্যবহারের খরচ। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহে ছড়িয়ে পড়ে।
১৯৯৬ সালে দেশে অনলাইন ইন্টারগনেট চালু হওয়ার পর ভিস্যাটনির্ভর ইন্টারনেট ব্যবহৃত হয়ে আসে। ভিস্যাটের নিয়ন্ত্রণ ছিল বিটিটিবির হাতে। ফলে এই সরকারি সংস্থার কাছ থেকেই ব্যান্ডউইডথ কিনতে হতো ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি)। ভিস্যাটের ওপর থেকে বিটিটিবির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রত্যাহার করার সিদ্ধান্তে ইন্টারনেট সহজলভ্য হয়ে ওঠে।