ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে একই টুইট বার্তায় ছবি, ভিডিও ও জিআইএফ ব্যবহারের সুযোগ চালু করছে টুইটার। ‘মাল্টিমিডিয়া টুইট’ নামের ফিচারটি কাজে লাগিয়ে ছবি, ভিডিও ও জিআইএফ পাঠালে, সেগুলো একই টুইট বার্তার ওপরে নিচে আলাদাভাবে দেখা যাবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছে খুদে ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) সাইটটি।
বর্তমানে ছবি বা ভিডিও পোস্ট করার জন্য টুইটারে আলাদাভাবে টুইট বার্তা পাঠাতে হয়। ফলে একই বিষয়ে একাধিক টুইট বার্তা লিখতে বা পড়তে হওয়ায় অনেকেই বিরক্ত হন। ‘মাল্টিমিডিয়া টুইট’ চালু হলে এক টুইট বার্তাতেই যেকোনো বিষয়ের পুরো তথ্য অন্যদের জানানো যাবে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করার বিষয়টি স্বীকার করেছে টুইটার। প্রাথমিকভাবে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ফিচারটি ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।
সূত্র: টেক ক্র্যাঞ্চ