ম্যাকের জন্য প্রথম ছবিভিত্তিক ওএস

ম্যাকের জন্য প্রথম ছবিভিত্তিক ওএস সাংকেতিক নাম ছিল ‘বিং ব্যাং’, আসল নাম সিস্টেম-৭, তবে বেশি পরিচয় পায় ম্যাক ওএস-৭ হিসেবে

অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের প্রথম ছবিভিত্তিক (গ্রাফিক্যাল ইন্টারফেস) অপারেটিং সিস্টেম (ওএস) এটিকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৩ মে ১৯৯১

ম্যাকের জন্য প্রথম ছবিভিত্তিক ওএস

সাংকেতিক নাম ছিল ‘বিং ব্যাং’, আসল নাম সিস্টেম-৭, তবে বেশি পরিচয় পায় ম্যাক ওএস-৭ হিসেবে। অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের প্রথম ছবিভিত্তিক (গ্রাফিক্যাল ইন্টারফেস) অপারেটিং সিস্টেম (ওএস) এটি। অ্যাপল ম্যাক ওএস ৭ বাজারে আনে ১৯৯১ সালের ১৩ মে। ১৯৯৭ সালে ম্যাক ওএস-৮ আসার আগপর্যন্ত এটিই ছিল ম্যাক কম্পিউটারের প্রধান ওএস। এই সিস্টেম-৭-এ যোগ হয়েছিল ভার্চ্যুয়াল মেমোরি, ব্যক্তিগত ফাইল আদান-প্রদান, কুইক টাইম, কুইক ড্র থ্রিডি এবং একটি উন্নত ইউজার ইন্টারফেস। ম্যাক ওএস এক্স ছাড়া ওএস-৭-ই অ্যাপলের ওএসগুলোর মধ্যে বেশি দিন টিকে ছিল।

লেন শুসটেক ও হ্যারি সাল ১৯৮৬ সালের ১৩ মে প্রতিষ্ঠা করেন নেটওয়ার্ক জেনারেল করপোরেশন।
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৩ মে, ১৯৮৬

নেটওয়ার্ক জেনারেল করপোরেশনের প্রতিষ্ঠা

লেন শুসটেক ও হ্যারি সাল ১৯৮৬ সালের ১৩ মে প্রতিষ্ঠা করেন নেটওয়ার্ক জেনারেল করপোরেশন। ১৯৯৭ সালে নেটওয়ার্ক অ্যাসোসিয়েটসের সঙ্গে একীভূত হওয়ার আগপর্যন্ত নেটওয়ার্ক জেনারেল করপোরেশনই ছিল কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থাপনা ও সমাধানদাতা প্রধান কোম্পানি। এর সদর দপ্তর ছিল যক্তুরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। নেটওয়ার্ক জেনারেল করপোরেশনের প্রথম পণ্য ছিল ‘দ্য স্নিফার’। এটি লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) যোগাযোগ প্রটোকলের সমস্যা খুঁজে বের করত।