উইন্ডোজের নতুন হালনাগাদে যেসব সুবিধা আসছে
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য নতুন একটি হালনাগাদের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে মাইক্রোসফট। নতুন এ হালনাগাদে স্বয়ংক্রিয়ভাবেই পর্দার রিফ্রেশ রেটের সামঞ্জস্যতা তৈরির সুবিধা থাকবে। ফলে পর্দায় কোনো কিছু দেখলে তার গতি আরও মসৃণ হবে। নতুন এক ব্লগে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্লগ অনুসারে, কম্পিউটারের মনিটরে যেসব আধেয় চালু থাকবে তার ওপর ভিত্তি করে রিফ্রেশ রেটের সামঞ্জস্যতা তৈরি করবে নতুন এ সুবিধাটি। এমনকি কয়েকটি মনিটরেও সুবিধা কাজ করবে। ভিন্ন ভিন্ন মনিটরের প্রদর্শিত আধেয়ের সঙ্গে রিফ্রেশ রেটের সামঞ্জস্যতা আনতে এর ‘লজিক’ উন্নত করার জন্যও কাজ করছে মাইক্রোসফট। এর ফলে একই সঙ্গে গেম খেলা বা ভিডিও দেখার মতো মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে নতুন হালনাগাদের সুবিধাটি সহায়তা করবে।
এ ছাড়া নতুন হালনাগাদে এনভিডিয়া কার্ডে জিরো আরপিএম মোড থাকবে। ফলে জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) কাজ করবে না বরং কম আরপিএমে ফ্যান চালু থাকবে। এতে কম্পিউটারের গতি বাড়বে। একই সঙ্গে ল্যাপটপের ব্যাটারি অপচয়ও কমে আসবে। সাধারণত উচ্চ রিফ্রেশ রেটের বাইরের পর্দায় ভিডিও দেখলেও উইন্ডোজ কম্পিউটারে জিপিইউ সচল থাকে। মনিটরের সংখ্যা বাড়লে জিপিইউয়ের ওপর আরও চাপ তৈরি হয়। ফলে কম্পিউটারের গতি ভালো রাখতে শক্তিশালী কুলিং সিস্টেমের প্রয়োজন পড়ে। নতুন এ হালনাগাদে জিপিইউয়ের ওপর যথাসম্ভব চাপ কমিয়ে এসব সমস্যার সমাধান হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ল্যাপটপের ডায়নামিক রিফ্রেশ রেটেও পরিবর্তন আনছে মাইক্রোসফট। ফলে ব্যাটারি সেভার মোড চালু থাকলে উইন্ডোজ ১১ স্বয়ংক্রিয়ভাবেই রিফ্রেশ রেট কমিয়ে আনবে। নতুন হালনাগাদের জন্য এ সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সংস্করণটি আগামী মাসে উন্মুক্ত করা হতে পারে।