ইউটিউবে পোস্ট করা ভিডিওতে মন্তব্য নিয়ন্ত্রণ করবেন যেভাবে

ইউটিউব ভিডিওতে দর্শকদের মন্তব্য করার সুযোগ বন্ধ রাখা যায়রয়টার্স

শখের বসে ইউটিউবে নিয়মিত ভিডিও পোস্ট করেন অনেকেই। কিন্তু অনেক সময় ভিডিওগুলো সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন দর্শকেরা। ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই নিজেদের তৈরি ভিডিওতে দর্শকদের মন্তব্য করার সুযোগ বন্ধ রাখা যায়। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে মন্তব্য নিয়ন্ত্রণের পদ্ধতি দেখে নেওয়া যাক—

ইউটিউবে ভিডিও পোস্ট করার সময় ‘মেড ফর কিডস’ এবং ভিডিও প্রাইভেট করা থাকলে সেগুলোতে মন্তব্য করার সুযোগ বন্ধ থাকে। এ দুটি বিভাগের বাইরে থাকা ভিডিওগুলোতে মন্তব্য করার সুযোগ বন্ধ করতে হলে প্রথমে কম্পিউটার থেকে ইউটিউব অ্যাকাউন্টে লগইন করে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করে ইউটিউব স্টুডিও নির্বাচন করতে হবে। এরপর ইউটিউব স্টুডিও পেজে প্রবেশ করে পেজের বাঁ দিকের নিচে থাকা সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এবার পরবর্তী পেজ থেকে কমিউনিটি অপশনে ক্লিক করে ডিফল্ট নির্বাচন করলেই মন্তব্য নিয়ন্ত্রণের জন্য চারটি অপশন পাওয়া যাবে। অ্যালাউ অল কমেন্ট নির্বাচন করলে সব দর্শক মন্তব্য করতে পারবেন। হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপিয়েট কমেন্ট ফর রিভিউ নির্বাচন করলে অ্যালগরিদমের মাধ্যমে স্প্যাম মন্তব্যগুলো বাদ দেওয়া হবে। হোল্ড অল কমেন্টস ফর রিভিউ নির্বাচন করলে মন্তব্যগুলো মূল্যায়নের পর প্রকাশ করা হবে। ডিজঅ্যাবল কমেন্ট নির্বাচন করলে কোনো দর্শক ভিডিওতে মন্তব্য করতে পারবেন না।

ইউটিউব ভিডিও থেকেও সরাসরি মন্তব্য করার সুযোগ বন্ধ করা যায়। এ জন্য ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে কনটেন্ট অপশনে থাকা নির্দিষ্ট ভিডিওর থাম্বনেলে ক্লিক করতে হবে। এরপর ভিডিও ডিটেইল পেজের নিচে স্ক্রল করে শো মোর অপশনে ক্লিক করলে কমেন্ট অ্যান্ড রেটিং বিভাগ পাওয়া যাবে। সেখানে প্রয়োজন অনুযায়ী অ্যালাউ অল কমেন্ট, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপিয়েট কমেন্ট ফর রিভিউ, হোল্ড অল কমেন্টস ফর রিভিউ এবং ডিজঅ্যাবল কমেন্ট অপশন নির্বাচন করতে হবে।

স্মার্টফোন থেকে মন্তব্য করার সুযোগ নিয়ন্ত্রণ করার জন্য ইউটিউব অ্যাপে প্রবেশ করে ডান দিকের নিচে থাকা লাইব্রেরি অপশন নির্বাচন করতে হবে। পরবর্তী পেজে থাকা ইয়োর ভিডিওস অপশনে ট্যাপ করে যে ভিডিওর মন্তব্য নিয়ন্ত্রণ করতে হবে সেটির ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এবার এডিট অপশন নির্বাচন করে নিচে থাকা কমেন্টস নির্বাচন করলেই অ্যালাউ অল কমেন্ট, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপিয়েট কমেন্ট ফর রিভিউ, হোল্ড অল কমেন্টস ফর রিভিউ এবং ডিজঅ্যাবল কমেন্ট অপশন দেখা যাবে।