হোয়াটসঅ্যাপ বার্তা পুরোনো ফোন থেকে নতুন ফোনে স্থানান্তর

হোয়াটসঅ্যাপ

বিভিন্ন প্রয়োজনে স্মার্টফোন পরিবর্তন করেন অনেকে। ফলে পুরোনো ফোনে থাকা হোয়াটসঅ্যাপ বার্তাগুলো নতুন ফোনে স্থানান্তর করার প্রয়োজন হয়। কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েডে এবং আইফোন থেকে আইফোনে সহজে হোয়াটসঅ্যাপ বার্তা স্থানান্তর করা যায়। নতুন ফোনে হোয়াটসঅ্যাপ বার্তা স্থানান্তরের পদ্ধতি দেখে নেওয়া যাক—

হোয়াটসঅ্যাপ বার্তা পুরোনো ফোন থেকে নতুন ফোনে স্থানান্তরের জন্য দুটি ফোনে একই অপারেটিং সিস্টেম থাকতে হবে এবং একই ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। এরপর পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে সেটিংস নির্বাচন করতে হবে।

এবার চ্যাট অপশনে ট্যাপ করার পর ট্রান্সফার চ্যাট নির্বাচন করে স্টার্ট বাটনে ক্লিক করলেই পুরোনো ফোনে কিউআর কোড স্ক্যানার চালু হবে। এবার নতুন ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করে ট্রান্সফার চ্যাট হিস্ট্রি ফ্রম ওল্ড ফোন অপশনে থাকা কনটিনিউ বাটনে ক্লিক করলে কিউআর কোড দেখা যাবে। পুরোনো ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে অ্যাকসেপ্ট করলে পুরোনো ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর শুরু হবে। এ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত উভয় ফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে হবে।