কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার সহজ ৩ পদ্ধতি

কম্পিউটারের পর্দায় থাকা বার্তা বা ছবির স্ক্রিনশট নেওয়া যায়মাইক্রোসফট

কম্পিউটারের পর্দায় থাকা বার্তা বা ছবি আলাদাভাবে সংরক্ষণের জন্য মাঝেমধ্যেই পর্দার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এসব স্ক্রিনশট চাইলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পাশাপাশি ই-মেইলের মাধ্যমে অন্যদের পাঠানো যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়ার সহজ তিনটি পদ্ধতি জেনে নেওয়া যাক।

উইন্ডোজ ও প্রিন্ট স্ক্রিন বোতাম

কম্পিউটারের কি–বোর্ডের উইন্ডোজ ও প্রিন্ট স্ক্রিন বোতাম একসঙ্গে চেপে সহজেই কম্পিউটারের পর্দায় থাকা সব তথ্যের স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশটটি সরাসরি কম্পিউটারের সি ড্রাইভে জমা হয়। ফলে কম্পিউটারের ‘পিকচার্স’ ফোল্ডারের ভেতর থাকা ‘স্ক্রিনশট’ ফোল্ডারে একসঙ্গে সব স্ক্রিনশট পাওয়া যায়।

আরও পড়ুন

স্নিপিং টুল প্রোগ্রাম

উইন্ডোজের স্নিপিং টুল প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারের পর্দার নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়া যায়। পুরো পর্দার বদলে নির্দিষ্ট অংশের তথ্য সংরক্ষণের সুযোগ থাকায় এ পদ্ধতি বেশ জনপ্রিয়। স্নিপিং টুল প্রোগ্রাম ব্যবহারের জন্য প্রথমে উইন্ডোজ, শিফট ও এস বোতাম একসঙ্গে চাপতে হবে। এরপর মাউসের কার্সারের মাধ্যমে পর্দার নির্দিষ্ট অংশ নির্বাচন করলেই ডানে একটি পপআপ বার্তা দেখা যাবে। এবার বার্তাটিতে ক্লিক করে স্ক্রিনশট কোন ফোল্ডারে সংরক্ষণ করতে হবে তা নির্বাচন করে দিতে হবে।

আরও পড়ুন

প্রিন্ট স্ক্রিন

কি–বোর্ডের প্রিন্ট স্ক্রিন বোতাম চেপেও পর্দায় থাকা বার্তা বা ছবির স্ক্রিনশট নেওয়া যায়। প্রিন্ট স্ক্রিন বোতাম চাপার পর মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, অ্যাডবি ফটোশপ বা মাইক্রোসফট পেইন্টে গিয়ে CTRL+V কি একসঙ্গে চাপলেই স্ক্রিনশটটি পেস্ট হয়ে যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ফোল্ডারে স্ক্রিনশটটি সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন