ইনস্টাগ্রামে নির্দিষ্ট সময়ে পোস্ট করবেন যেভাবে

ইনস্টাগ্রামরয়টার্স

সহজে ছবি ও ভিডিও আদান-প্রদানের সুযোগ থাকায় কম বয়সীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। তাই অনেকেই নিয়মিত ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে নিয়মিত পোস্ট করা আর হয়ে ওঠে না। তবে চাইলেই ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা শিডিউল পোস্ট সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি, ভিডিও বা রিলস পোস্ট করা যায়। ফলে কাজে ব্যস্ত থাকলেও নিয়মিত এক বা একাধিক পোস্ট করা সম্ভব।

ইনস্টাগ্রামে আগে থেকে পোস্ট প্রকাশের সময় নির্ধারণের জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর শিডিউল করা পোস্টের ছবি বা ভিডিও নির্বাচনের পর নেক্সট বাটনে ক্লিক করে অ্যাডভান্সড সেটিংস নির্বাচন করতে হবে। এরপর ‘শিডিউল দিস পোস্ট’ টগল চালু করলেই তারিখ ও সময় নির্বাচনের ক্যালেন্ডার পাওয়া যাবে। ক্যালেন্ডার থেকে পোস্ট প্রকাশের সময় ও তারিখ নির্বাচন করে ডান বাটনে ক্লিক করতে হবে। এবার ব্যাক বাটনে ক্লিক করে পোস্ট ক্রিয়েট পেজে ফিরে শিডিউল বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন