ইনস্টাগ্রামে নিরাপদে বার্তা পাঠাবেন যেভাবে

ইনস্টাগ্রামে নিরাপদে বার্তা পাঠানো যায়রয়টার্স

ছবি বা ভিডিও বিনিময়ের জন্য ইনস্টাগ্রাম পরিচিত হলেও অ্যাপটির মাধ্যমে অনেকেই বার্তা আদান-প্রদান করেন। ইনস্টাগ্রামে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা থাকায় আদান-প্রদান করা বার্তা প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ জানতে পারেন না। ফলে ব্যবহারকারীরাও নিশ্চিন্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা একে অপরকে পাঠাতে পারেন। ইনস্টাগ্রামের এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক—

ইনস্টাগ্রামের এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালুর জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের ওপরের ডানদিকে থাকা মেসেঞ্জার আইকনে ট্যাপ করে মেসেজ অপশনে প্রবেশ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় যে ব্যক্তিকে এন্ড টু এন্ড এনক্রিপটেড বার্তা পাঠাতে হবে সেই ব্যক্তির নামের অংশ ট্যাপ করলেই ইতিপূর্বে সেই ব্যক্তির সঙ্গে আদান–প্রদান করা সব বার্তা দেখা যাবে। এবার নামের ওপর ট্যাপ করে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘ইউজ এন্ড টু এন্ড এনক্রিপশন’ অপশন ট্যাপ করলেই একটি চ্যাট বার চালু হবে। এই চ্যাটবারের মাধ্যমেই মূলত ইনস্টাগ্রামে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা ব্যবহার করা যায়। চ্যাটবারটি কাজে লাগিয়ে বার্তার পাশাপাশি চাইলে ভয়েস বা ভিডিও কলও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে করা যাবে।

আরও পড়ুন