ইনস্টাগ্রামে অন্য ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিও রিমিক্স করে রিলস ভিডিও তৈরি করা যায়। সম্পাদনা করার পাশাপাশি রিমিক্স ভিডিওতে ক্যাপশন, লোকেশন ও ট্যাগ যুক্তের সুবিধা থাকায় সহজেই নতুন ভিডিও তৈরি করা সম্ভব। নতুন এ সুবিধা বর্তমানে নির্বাচিত রিলস ভিডিওর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রামে অন্যের ভিডিও রিমিক্স করে পোস্ট করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ইনস্টাগ্রামে রিমিক্স ভিডিও তৈরির জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের রিলস ট্যাবে ক্লিক করতে হবে। এরপর নির্বাচিত রিলস ভিডিওর ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিমিক্স অপশন নির্বাচন করতে হবে। এবার ভিডিও সম্পাদনা করে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় রিলসের জন্য ক্যাপশন, লোকেশন, অডিয়েনস অপশন নির্বাচন করে শেয়ার বাটনে ক্লিক করলেই ভিডিওটি ইনস্টাগ্রাম ফিডে রিলস হিসেবে দেখা যাবে।