ইনস্টাগ্রামে রিলস ভিডিও নামিয়ে সংরক্ষণ করবেন যেভাবে

ইনস্টাগ্রামছবি: পেক্সেলস

আকারে ছোট হওয়ায় ইনস্টাগ্রামের রিলস ভিডিও ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। তবে কাজের ব্যস্ততার কারণে পরিচিতদের প্রকাশ করা রিলস ভিডিওগুলো সব সময় দেখা হয়ে ওঠে না। কিন্তু পরবর্তী সময়ে সেই ভিডিওগুলো অন্য ভিডিওর ভিড়ে আর খুঁজে পাওয়া যায় না। তবে চাইলেই ইনস্টাগ্রাম থেকে পছন্দের রিলস ভিডিওগুলো নামিয়ে সংরক্ষণ করা যায়। ইনস্টাগ্রামের রিলস ভিডিও নামানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।

ইনস্টাগ্রাম থেকে নির্দিষ্ট রিলস ভিডিও নামানোর জন্য প্রথমেই ভিডিওটি চালু করে ডানদিকে থাকা ‘সেন্ড’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর যে পপআপ দেখা যাবে সেটির নিচের দিকে থাকা ‘অ্যাড টু স্টোরি’ বাটনে ট্যাপ করলেই রিলস ভিডিওটি স্টোরি আকারে দেখা যাবে। এবার ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘সেভ’ বাটনে ক্লিক করলেই  রিলস ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে সংরক্ষণ হয়ে যাবে। পরে ফোন গ্যালারিতে প্রবেশ করে ডাউনলোড করা ইনস্টাগ্রামের রিলস ভিডিওটি দেখা যাবে।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে শুধু পাবলিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা রিলস ভিডিও নামানো যায়। তবে পাবলিক অ্যাকাউন্টের অ্যাপ সেটিংসে রিলস ভিডিও নামানোর সুযোগ বন্ধ রাখলে কোনো ভিডিও নামানো যাবে না। এছাড়া রিলস ভিডিও নামানো গেলেও ভিডিওতে নির্মাতার অ্যাকাউন্ট নাম প্রদর্শন করে ইনস্টাগ্রাম।