বিমান ভ্রমণের সময় ছাড়া স্মার্টফোনে এয়ারপ্লেন মোড ব্যবহারের ৫ উপকারিতা
এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড চালু থাকলে ফোনের ব্লুটুথ, ইন্টারনেটসহ মোবাইল নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে বিমানের নেভিগেশন বা যোগাযোগব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে না। আর তাই বিমান চলাচলের সুবিধার্থে যাত্রীদের ফোন বন্ধ করতে বা এয়ারপ্লেন মোড চালু করতে বলা হয়। বিমান ভ্রমণের সময় ছাড়াও দৈনন্দিন বিভিন্ন কাজে এয়ারপ্লেন মোড ব্যবহার করে উপকার পাওয়া যায়। এয়ারপ্লেন মোড ব্যবহারের ৫ উপকারিতা জেনে নেওয়া যাক।
১. নেটওয়ার্কের সিগন্যাল দ্রুত ফিরে পাওয়া
ঘরে বা দূরে কোথাও ভ্রমণের সময় স্মার্টফোনে নেটওয়ার্ক না থাকলে ভোগান্তির সীমা থাকে না। ফোনকল করা যায় না, ইন্টারনেট বন্ধ থাকে, জিপিএসও কাজ করে না। এর ফলে জরুরি প্রয়োজনে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেখানে ফোন ক্রমাগত সিগন্যাল খোঁজার চেষ্টা করে; এতে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে এবং চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তবে এয়ারপ্লেন মোড চালু করে কয়েক সেকেন্ড পর তা বন্ধ করে দিলে ফোনের নেটওয়ার্ক, ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ নতুন করে চালু হয়, যা নিকটবর্তী মোবাইল টাওয়ারের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে পারে। অনেক সময় এ পদ্ধতিতে নেটওয়ার্কের সিগন্যাল দ্রুত ফিরে পাওয়া যায়।
২. দ্রুত চার্জ
এয়ারপ্লেন মোডে ফোন কোনো নেটওয়ার্কে যুক্ত থাকার চেষ্টা করে না, এর ফলে ফোনের ব্যাটারির শক্তি খরচ কম হয়। আর তাই এয়ারপ্লেন মোড চালু থাকা অবস্থায় ফোন চার্জ করলে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ করা যায়।
৩. শিশুদের থেকে ফোন নিরাপদ রাখতে
শিশুরা অনেক সময় ফোনে গেম খেলে বা ভিডিও দেখে। এর ফলে অবাঞ্ছিত ওয়েবসাইটে প্রবেশের পাশাপাশি ভুয়া বা ক্ষতিকর অ্যাপ ডাউনলোডের ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকি এড়াতে এয়ারপ্লেন মোড বেশ কার্যকর।
৪. নজরদারি এড়ানো
এয়ারপ্লেন মোড চালু থাকলে ফোনের ব্লুটুথ, ইন্টারনেটসহ মোবাইল নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে ফোনের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান জানার পাশাপাশি অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করা সম্ভব হয় না।
৫. মনোযোগ বৃদ্ধি
পড়াশোনা, কাজ বা ঘুমের সময় বারবার ফোনকল, বার্তা বা নোটিফিকেশন এলে মনোযোগে ব্যাঘাত ঘটে। আর তাই গুরুত্বপূর্ণ কাজ বা পড়াশোনার সময় এয়ারপ্লেন মোড চালু করে মনোযোগ বৃদ্ধি করা যায়।
সূত্র: নিউজ ১৮