ফোন থেকে গুগল অ্যাকাউন্ট মুছে ফেলবেন যেভাবে

গুগল অ্যাকাউন্টগুগল

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে গুগল অ্যাকাউন্ট যুক্ত করা থাকলে সহজে গুগল প্লে স্টোর, ম্যাপস, জিমেইল, ইউটিউবসহ বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায়। তবে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকলে ফোনে ব্যক্তিগত বিভিন্ন তথ্য জমা হতে থাকে। সমস্যা সমাধানে অনেকে প্রাতিষ্ঠানিক গুগল অ্যাকাউন্টের বদলে ফোনে ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফোনে থাকা পুরোনো গুগল অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক—

গুগল অ্যাকাউন্ট মুছে ফেলতে প্রথমে ফোনের সেটিংসে প্রবেশ করে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ অপশনে ক্লিক করতে হবে। এরপর ম্যানেজ অ্যাকাউন্ট নির্বাচন করলে ফোনে নিবন্ধন করা এক বা একাধিক গুগল অ্যাকাউন্ট দেখা যাবে। এবার স্মার্টফোন থেকে মুছে ফেলতে চাওয়া গুগল অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। রিমুভ অ্যাকাউন্ট বাটনে ট্যাপ করলে ফোন থেকে নির্দিষ্ট গুগল অ্যাকাউন্ট মুছে যাবে।

একসঙ্গে একাধিক গুগল অ্যাকাউন্টও মুছে ফেলা যায়। এ জন্য সেটিংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ অপশনে প্রবেশ করে নিচে থাকা রিসেট নির্বাচন করে ফ্যাক্টরি ডেটা রিসেট ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে রিসেট ট্যাব অপশন ট্যাপ করলে একসঙ্গে সব গুগল অ্যাকাউন্ট মুছে যাবে।