আইফোনে নানা সুবিধা পাওয়া যায়। বড় একটি সুবিধা হলো, এর উন্নত ক্যামেরা। আবার এই ক্যামেরা ব্যবহারেরও নানা দিক আছে। যেমন হাতের কোনো ছোঁয়া ছাড়া, অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিকে নির্দেশ দিয়েও ছবি তোলা যায়। যদিও নির্দেশ দিলেই সিরি ছবি তুলতে পারে না।
নির্দেশ পাওয়ার পর এই ভার্চ্যুয়াল সহকারী প্রথমে সক্রিয় হয়। কিন্তু ছবি তোলার জন্য আইফোনের শর্টকাট অ্যাপ ব্যবহার করতে হয়। চলুন দেখে নেওয়া যাক, আইওএস অপারেটিং সিস্টেমে শর্টকাট অ্যাপ ব্যবহার করে সিরির মাধ্যমে কীভাবে মৌখিক নির্দেশে ছবি তোলা যায়।
যেভাবে ছবি তুলবেন
আইফোনের শর্টকাট অ্যাপের গ্যালারিতে গিয়ে ‘সে চিজ (Say Cheese)’ শর্টকাট বের করুন। এবার অ্যাড শর্টকাটে ট্যাপ করে এটিকে সিরির নির্দেশের সঙ্গে যুক্ত করতে হবে। এবার ‘হেই সিরি, সে চিজ’ বলার সঙ্গে সঙ্গেই সিরি ছবি তুলতে শুরু করবে।
প্রথমবার ছবি তোলার পর এই শর্টকাট গ্যালারিতে ছবি সংরক্ষণের অনুমতি চাইবে। অনুমতি পেলে পরবর্তী সময়ে তোলা সব ছবি গ্যালারিতে সংরক্ষণ হতে থাকবে।
ব্যবহারকারী চাইলে এ শর্টকাটটি আলাদাও করতে পারবেন। অর্থাৎ সামনের না পেছনের—কোন ক্যামেরা ব্যবহার করবেন তা পরিবর্তন এবং শর্টকাটের নামও পরিবর্তন করতে পারবেন। যেমন কোনো ব্যবহারকারী ‘সে চিজের’ পরিবর্তে অন্য কিছুও দিতে পারবেন। আর এ জন্য শর্টকাটে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।
সূত্র : জেডনেট