চ্যাটজিপিটি ব্যবহার করে যেভাবে এক্সেলের সূত্র জানা যায়

ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক কাজের হিসাব রাখার জন্য মাইক্রোসফট এক্সেল জনপ্রিয় সফটওয়্যার। সহজে বিভিন্ন জটিল হিসাব করার জন্য সফটওয়্যারটির সূত্রগুলো খুব কার্যকরী। অনেক সময় প্রচুর উপাত্তের হিসাব কষার জন্য কাঙ্ক্ষিত সূত্র তৈরি করা এবং তা মনে রাখা কঠিন হয়। তবে চ্যাটজিপিটি এবং অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রোগ্রাম ব্যবহার করে বিনা মূল্যে মাইক্রোসফট এক্সেলের সূত্র পাওয়া যেতে পারে। মাইক্রোসফট এক্সেলের সূত্র নির্দিষ্ট ওয়েবসাইটে ‘এক্সেল ফর্মুলা বট’ থেকেও পাওয়া যেতে পারে। তবে সেখানে সাইনআপ করতে হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে খুব সহজে মাইক্রোসফট এক্সেলের সূত্র পেতে প্রথমে চ্যাটজিপিটির ওয়েবসাইটে যেতে হবে। এখানে চ্যাটবট চালু করতে হবে। এরপর চ্যাটবটে সূত্র চেয়ে প্রম্পট তৈরি করলে চ্যাটজিপিটি সঙ্গে সঙ্গে মাইক্রোসফট এক্সেলের সংশ্লিষ্ট সূত্রটি দেখাবে। এমনকি বিভিন্ন কলাম ও সারিতে (রো) থাকা উপাত্তগুলোর বিবরণ দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল যোগ হবে নাকি গড় হবে, তা লিখলে সামঞ্জস্যপূর্ণ সূত্র প্রদর্শন করে বিস্তারিত নির্দেশনা দেবে চ্যাটজিপিটি। এরপর চ্যাটজিপিটিতে প্রদর্শিত সূত্রটি কপি করে মাইক্রোসফট এক্সেলে পেস্ট করলে কাঙ্ক্ষিত হিসাব পাওয়া যাবে।

চ্যাটজিপিটি যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক, তাই এখানে কাঙ্ক্ষিত সূত্র পেতে ব্যবহারকারীকে তার কাজের সঠিক ও পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হবে। চ্যাটজিপিটি ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিং সার্চ চ্যাটবট এবং গুগলের বার্ড ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলের এসব সূত্র পাওয়া যাবে।

সূত্র: জেডডিনেট