মেসেঞ্জারে পাঠানো বার্তা সম্পাদনা করবেন যেভাবে

মেসেঞ্জারছবি: মেটা

সম্প্রতি মেসেঞ্জারে পাঠানো বার্তা সম্পাদনা করার সুযোগ চালু করেছে মেটা। এ সুবিধা চালুর ফলে মেসেঞ্জারে বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে তা সম্পাদনা করার সুযোগ পেয়ে থাকেন ব্যবহারকারীরা। ফলে বানানসহ বার্তায় যেকোনো ভুল তথ্য থাকলে দ্রুত তা সম্পাদনা করতে হয়। মেসেঞ্জারে পাঠানো বার্তা সম্পাদনার পদ্ধতি দেখে নেওয়া যাক।

মেসেঞ্জারে পাঠানো বার্তা সম্পাদনার জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করে যে ব্যক্তিকে বার্তা পাঠানো হয়েছে তার চ্যাট বক্সে প্রবেশ করতে হবে। এরপর পাঠানো বার্তাটি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রেখে নিচে থাকা তিনটি ডট অপশনে ক্লিক করতে হবে। এবার একটি পপআপ বার্তা দেখা গেলে, সেখানে থাকা এডিট অপশন নির্বাচন করতে হবে। বার্তা সম্পাদনা করে পাশে থাকা টিকমার্ক বাটনে ট্যাপ করলে সম্পাদনা করা বার্তাটি দেখা যাবে।

উল্লেখ্য, মেসেঞ্জারে বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে একই বার্তা সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে। তবে সম্পাদনা করা নতুন বার্তার ওপর ছোট করে এডিটেড লেখা প্রদর্শন করা হবে। ফলে প্রাপক বুঝতে পারবেন পাঠানোর পর বার্তাটি সম্পাদনা করা হয়েছে।