অ্যাপ থেকে গুগল অ্যাকাউন্টের তথ্য মুছবেন যেভাবে
গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহারের জন্য নিবন্ধন করে থাকি। এর ফলে অনেক অ্যাপ আমাদের জিমেইল অ্যাকাউন্টে নিয়মিত ই-মেইল পাঠিয়ে থাকে। গুগলের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে স্প্যাম বার্তাও পাঠায় অনেক অ্যাপ। আর তাই প্রয়োজন ছাড়া তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপকে নিজেদের গুগল অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি না দেওয়াই ভালো। নিবন্ধন করা অব্যবহৃত অ্যাপগুলো থেকে নিজেদের গুগল অ্যাকাউন্টের তথ্য মুছে ফেলে এ সমস্যার সমাধান করা সম্ভব।
অ্যাপ থেকে গুগল অ্যাকাউন্টের তথ্য মুছে ফেলার জন্য প্রথমে গুগল অ্যাকাউন্ট পেজে প্রবেশ করতে হবে। এরপর যে গুগল অ্যাকাউন্ট বা জিমেইল ঠিকানা ব্যবহারের অনুমতি মুছে ফেলতে হবে, সেটি দিয়ে পেজটিতে লগ ইন করে বাঁ পাশে থাকা মেনু অপশনে ক্লিক করে সিকিউরিটি নির্বাচন করতে হবে। এবার ‘ইউর কানেকশন টু থার্ড-পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস’ বিভাগের নিচে থাকা ‘সি অল কানেকশনস’ অপশনে ক্লিক করলেই গুগল অ্যাকাউন্টটি দিয়ে নিবন্ধন করা সব অ্যাপের নাম দেখা যাবে। অপ্রয়োজনীয় এক বা একাধিক অ্যাপের ‘সি ডিটেইলস’ বাটনে ক্লিক করে ‘স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল’ নির্বাচন করলেই অ্যাপগুলো থেকে গুগল অ্যাকাউন্টটির তথ্য মুছে যাবে। একসঙ্গে সব অ্যাপ থেকে গুগল অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য ‘ডিলিট অল কানেকশনস ইউ হ্যাভ উইথ...’ অপশনে ক্লিক করতে হবে।