হোয়াটসঅ্যাপে এক ভাষায় লেখা বার্তা অন্য ভাষায় পাঠাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে এক ভাষার বার্তা অন্য ভাষায় পাঠানো যায়
ছবি: রয়টার্স

বন্ধু, পরিবার–পরিজনসহ পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ থাকায় অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেক সময় কাজের প্রয়োজনে ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষাভাষীদের বার্তা পাঠানোর প্রয়োজন হয়।

ফলে ভাষা জটিলতায় পড়েন অনেকে। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে ইংরেজি ভাষায় লেখা বার্তা অন্য ভাষায় অনুবাদ করে পাঠানো যায়।

ভাষা অনুবাদ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় বার্তা লিখতে হবে। এরপর বার্তাটি নির্বাচন করে মেনু থেকে মোর অপশনে প্রবেশ করে ট্রান্সলেট নির্বাচন করতে হবে। এবার যে ভাষায় বার্তা অনুবাদ করতে হবে, তা নির্বাচন করে দিলেই সেই ভাষায় বার্তা দেখা যাবে।

ভাষা অনুবাদ সুবিধা ব্যবহারের জন্য হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা ফোনে হোয়াটসঅ্যাপের ২.২০.২০৬.২৪ থেকে পরবর্তী সংস্করণ ব্যবহার করতে হবে। আইফোনের জন্য হোয়াটসঅ্যাপের ২.২০.৭০ থেকে পরবর্তী সংস্করণ ব্যবহার করতে হবে।