ফেসবুক স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রামে শেয়ার করবেন যেভাবে

ফেসবুক থেকে ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করা যায়।

ফেসবুক ও ইনস্টাগ্রামে বার্তা বা ছবি পোস্ট করার পাশাপাশি স্টোরিও শেয়ার করেন অনেকে। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরি সুবিধা বেশ জনপ্রিয়তা পেয়েছে। আলাদাভাবে স্টোরি শেয়ারের বদলে চাইলেই ফেসবুকে দেওয়া প্রতিটি স্টোরি ইনস্টাগ্রামেও শেয়ার করা যায়। ফেসবুক স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রামে শেয়ারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফেসবুক স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপের ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর মেন্যু অপশনের পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ এর নিচে থাকা ‘স্টোরিজ’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় থাকা ‘স্টোরি প্রাইভেসি’ অপশনে ট্যাপ করে ‘অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম’ এর পাশে থাকা টগলটি চালু করলেই ফেসবুকে শেয়ার করা সব স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রামে দেখা যাবে।