টেলিভিশনের পর্দা পরিষ্কারের সময় যেসব জিনিস ব্যবহার করা যাবে না
টেলিভিশনের পর্দায় প্রতিদিন অনেক ধুলা জমা হয়। দীর্ঘদিন ধুলা জমলে পর্দার বিভিন্ন স্থানে ছোপ ছোপ দাগ পড়ে। ফলে ভালোভাবে ছবি দেখা যায় না। আধুনিক স্মার্ট টেলিভিশনের পর্দায় বিশেষ আবরণ থাকায় বেশ কিছু জিনিস ব্যবহারের কারণে পর্দায় থাকা অ্যান্টি-গ্লেয়ার ও অ্যান্টি-রিফ্লেকটিভ প্রলেপ ক্ষতিগ্রস্ত হয়। আর তাই টেলিভিশনের পর্দা পরিষ্কারের জন্য সব সময় শুকনা মাইক্রোফাইবার বা পরিষ্কার নরম শুকনা সুতির কাপড় ব্যবহার করতে হয়। টেলিভিশনের পর্দা পরিষ্কারের সময় যেসব জিনিস ব্যবহার করা যাবে না, সেগুলো দেখে নেওয়া যাক—
টিস্যু বা পেপার টাওয়েল
অনেকে টিস্যু বা পেপার টাওয়েল দিয়ে টেলিভিশনের পর্দা মোছেন, যা একদমই নিরাপদ নয়। এগুলোর খসখসে গঠন পর্দার গায়ে সূক্ষ্ম আঁচড় ফেলতে পারে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে পর্দা ঝাপসা হয়ে যায়। পাশাপাশি লিন্ট বা তুলার মতো অংশ পর্দায় থেকে যেতে পারে।
গ্লাস ক্লিনার
টেলিভিশনের পর্দা সাধারণ কাচের মতো হলেও গ্লাস ক্লিনার ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে। গ্লাস ক্লিনারে থাকা অ্যামোনিয়া বা অ্যালকোহল–জাতীয় রাসায়নিক উপাদান পর্দার সুরক্ষাস্তর নষ্ট করে দিতে পারে। ফলে পর্দা বিবর্ণ হওয়ার পাশাপাশি স্থায়ী দাগ পড়তে পারে।
কাপড় বা স্পঞ্জ
রান্নাঘরের পুরোনো কাপড়, মোটা তোয়ালে বা সাধারণ স্পঞ্জ দিয়ে টেলিভিশনের পর্দা মোছা থেকে বিরত থাকতে হবে। কাপড় বা স্পঞ্জের কারণে টেলিভিশনের পর্দায় আঁচড় পড়তে পারে।
তরল স্প্রে
অনেকে ক্লিনার বা পানি সরাসরি ছিটিয়ে পর্দা পরিষ্কার করেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তরল পদার্থ পর্দার কিনারা দিয়ে ভেতরে প্রবেশ করে সার্কিট বা অন্যান্য ইলেকট্রনিক অংশে পৌঁছে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। এতে স্ক্রিনে ডেড পিক্সেল দেখা যাওয়ার পাশাপাশি টেলিভিশন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
অ্যাসিটোন বা নেইল পলিশ রিমুভার
নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটোনভিত্তিক দ্রব্যে থাকে তীব্র রাসায়নিক, যা টেলিভিশনের পর্দার প্রতিরক্ষামূলক স্তর গলিয়ে দিতে পারে। ফলে পর্দায় স্থায়ী দাগ পড়ার পাশাপাশি দৃশ্যের রং পরিবর্তন বা চেহারায় বিকৃতি দেখা দিতে পারে।
বেবি ওয়াইপস বা মেকআপ রিমুভার ওয়াইপস
অনেকে মনে করেন, নরম বেবি ওয়াইপস বা মেকআপ রিমুভার ওয়াইপস নিরাপদ। কিন্তু বাস্তবে এসব ওয়াইপসে থাকে তেল, সুগন্ধি বা রাসায়নিক উপাদান। ফলে এগুলো ব্যবহার করলে টেলিভিশনের পর্দায় দাগ পড়তে পারে।
ডিটারজেন্ট
বেকিং সোডা, ডিটারজেন্ট বা ক্লিনিং পাউডার টেলিভিশনের পর্দার জন্য একেবারেই অনুপযুক্ত। এগুলোর দানাদার গঠন সরাসরি স্ক্রিনে আঁচড় ফেলতে পারে এবং পর্দা পুরো নষ্ট করতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া