আইফোনে নির্দিষ্ট তারিখের হোয়াটসঅ্যাপ বার্তা খুঁজবেন যেভাবে

আইফোনে নির্দিষ্ট তারিখের হোয়াটসঅ্যাপ বার্তা সহজে খুঁজে পাওয়া যায়সূত্র: রয়টার্স

হোয়াটসঅ্যাপে বিনিময় করা পুরোনো বার্তা খুঁজে পেতে অনেকেরই সমস্যা হয়। বার্তা অনেক দিন আগে বিনিময় করলে তো কথাই নেই, খুঁজে পেতে সময়ের পাশাপাশি পরিশ্রমও হয় বেশ। এ সমস্যা সমাধানে গত ডিসেম্বরে আইফোন ব্যবহারকারীদের জন্য তারিখ অনুযায়ী বার্তা খোঁজার সুযোগ চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

আরও পড়ুন

আইফোনে নির্দিষ্ট তারিখ অনুযায়ী বার্তা খোঁজার জন্য হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনে থাকা সার্চ বাটনে যে ব্যক্তির পাঠানো বার্তা খুঁজতে চান, তাঁর নাম লিখতে হবে। এবার পাশে থাকা ক্যালেন্ডার আইকন থেকে নির্দিষ্ট তারিখ নির্বাচন করলেই নির্দিষ্ট তারিখে সেই ব্যক্তির পাঠানো বার্তা দেখা যাবে।

আরও পড়ুন