ফেসবুকে ফলো করা অ্যাকাউন্টের তালিকা লুকিয়ে রাখবেন যেভাবে
ফেসবুকে বন্ধু বা পরিচিতদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করা যায়। যাঁদের অনুসরণ করা হয়, তাঁরা বন্ধু তালিকায় না থাকলেও তাঁদের প্রোফাইলের হালনাগাদকৃত তথ্য দেখা যায়। আর তাই ফেসবুকে অনেকেই জনপ্রিয় ব্যক্তি, তারকা বা অন্যদের অনুসরণ করেন। ফেসবুকে বন্ধু তালিকার পাশাপাশি যাঁদের অনুসরণ করা হচ্ছে, তাঁদের তালিকাও দেখা যায়। ফলে ফেসবুকে একজন ব্যক্তি কোন কোন ব্যক্তিকে অনুসরণ করেন, তা সহজেই অন্য ব্যক্তিরা জানতে পারেন। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়। তবে চাইলে ফেসবুকে অনুসরণ করা অ্যাকাউন্টের তালিকা অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।
অনুসরণ করা অ্যাকাউন্টের তালিকা লুকিয়ে রাখার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় থাকা ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের নিচে ‘ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট’ নির্বাচন করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘হু ক্যান সি দ্য পিপল, পেজেস অ্যান্ড লিস্টস ইউ ফলো’ বাটনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। ‘অনলি মি’ অপশন নির্বাচন করলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ অনুসরণ করা অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন না।