ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য নিয়ন্ত্রণ করবেন যেভাবে

ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য নিয়ন্ত্রণ করা যায়রয়টার্স

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন অনেকে। কিন্তু মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই পোস্টে থাকা ছবি বা ভিডিও সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন অপরিচিত ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এর ফলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ইনস্টাগ্রাম পোস্টে কোন ধরনের দর্শকেরা মন্তব্য করতে পারবেন, তা নির্ধারণ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

মন্তব্য করার সুযোগ নিয়ন্ত্রণের জন্য প্রথমে ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশের পর ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’ অপশনের নিচে থাকা কমেন্টস নির্বাচন করতে হবে। নির্দিষ্ট কোনো ইনস্টাগ্রাম আইডির মন্তব্য দেখতে না চাইলে ‘ব্লক কমেন্টস ফ্রম’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘ব্লকড কমেন্টারস’–এর নিচে থাকা সার্চ অপশনে নির্দিষ্ট আইডির নাম লিখে নামের পাশে থাকা ব্লক বাটন ট্যাপ করলেই সেই অ্যাকাউন্ট থেকে আপনার পোস্টে কোনো মন্তব্য করা যাবে না।

নিজেদের পোস্টে বিভিন্ন ধরনের দর্শকদের মন্তব্য করার সুযোগ চালুর জন্য কমেন্টস অপশনের নিচে থাকা ‘অ্যালাউ কমেন্টস ফ্রম’ নির্বাচন করতে হবে। এখানে ‘এভরিওয়ান’ নির্বাচন করলে যেকোনো ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করতে পারবেন। ‘পিপল ইউ ফলো’ নির্বাচন করলে আপনি যাঁদের অনুসরণ করেন, শুধু তাঁরাই মন্তব্য করতে পারবেন। ‘ইয়োর ফলোয়ারস’ নির্বাচন করলে আপনাকে যাঁরা অনুসরণ করছেন, তাঁরা মন্তব্য করতে পারবেন। আর ‘পিপল ইউ ফলো অ্যান্ড ইয়োর ফলোয়ারস’ নির্বাচন করলে আপনি যাঁদের অনুসরণ করেন এবং আপনাকে যাঁরা অনুসরণ করেন উভয় ধরনের ব্যবহারকারীই পোস্টে মন্তব্য করার সুযোগ পাবেন।