গুগল ম্যাপসের মাধ্যমে অবস্থানের তথ্য জানাবেন যেভাবে

গুগল ম্যাপসে অবস্থানের তথ্য পরিচিত ব্যক্তিদের জানানো যায়রয়টার্স

গুগল ম্যাপস কাজে লাগিয়ে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের অবস্থানের তথ্যও পরিচিত ব্যক্তিদের জানানো যায়। এর ফলে পরিচিত ব্যক্তি বা অভিভাবকেরা সন্তানের অবস্থানের তথ্য দূর থেকে সরাসরি জানতে পারেন। শুধু তা–ই নয়, নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য দিকনির্দেশনাও দিতে পারেন। গুগল ম্যাপসের মাধ্যমে অবস্থানের তথ্য জানানোর পদ্ধতি দেখে নেওয়া যাক—

অবস্থানের তথ্য জানানোর জন্য প্রথমে গুগল ম্যাপসের ওপরের ডান দিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করে অবস্থানের বিস্তারিত তথ্য লিখে নিচে থাকা শেয়ার লোকেশন ট্যাপ করতে হবে। অবস্থানের তথ্য কতক্ষণ জানাতে চান, তা–ও নির্ধারণ করতে হবে। এবার যে ব্যক্তিকে নিজের অবস্থানের তথ্য জানাতে চান, তাঁর ই-মেইল ঠিকানা বা নাম লিখে শেয়ার অপশনে ক্লিক করলেই তিনি আপনার অবস্থানের তথ্য নির্দিষ্ট সময় পর্যন্ত সরাসরি দেখতে পারবেন। গন্তব্যে পৌঁছানোর পর বা প্রয়োজন শেষ হলে স্টপ অপশনে ক্লিক করলেই লোকেশন শেয়ার সুবিধা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন

গুগল ম্যাপস কাজে লাগিয়ে নিজের অবস্থানের তথ্য লিংক আকারেও নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো সম্ভব। এ জন্য গুগল ম্যাপসের লোকেশন শেয়ারিং অপশন থেকে কপি টু ক্লিপবোর্ডে ট্যাপ করে অবস্থানের  লিংকটি নির্দিষ্ট এসএমএস বা ই-মেইল ঠিকানায় পেস্ট করে শেয়ার করতে হবে। লিংকটিতে ক্লিক করলেই গুগল ম্যাপসে আপনার আবস্থানের তথ্য দেখা যাবে।