ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যোগ করবেন যেভাবে
সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রোফাইলে গান যোগ করার সুবিধা চালু করেছে ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এ সুবিধা চালুর ফলে ইনস্টাগ্রামের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রোফাইলে পছন্দের গানের ৩০ সেকেন্ড যোগ করতে পারেন। ফলে অন্যরা প্রোফাইলে প্রবেশ করে নামের নিচে থাকা প্লে বাটনে ট্যাপ করে সেই গান শুনতে পারেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে পছন্দের গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
প্রোফাইলে পছন্দের গান যোগ করার জন্য স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামে প্রবেশ করে ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর প্রোফাইল পেজে প্রবেশ করে ‘এডিট প্রোফাইল’ বাটনে ট্যাপ করতে হবে। এবার পরের পৃষ্ঠার নিচে থাকা ‘মিউজিক’ বাটনের ডানদিকে থাকা ‘অ্যারো’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘প্রোফাইল সং’–এর নিচে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করে সার্চ বক্সে পছন্দের গানের নাম লিখতে হবে। এবার গানের পুরো অংশ থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করে ডানদিকে থাকা ‘টিক’ বাটনে দুইবার ক্লিক করলেই প্রোফাইলে গানটি যুক্ত হয়ে যাবে।