ইনস্টাগ্রামে ভিডিও নোট পাঠাবেন যেভাবে
ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সহজে অনুসারীদের (ফলোয়ার) সঙ্গে যোগাযোগের জন্য ‘নোটস’ সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। এত দিন নোটসে লিখিত ও অডিও বার্তা যোগ করা গেলেও এবার ভিডিও বার্তাও যোগ করা যাবে। ফলে ভিডিও নোট পাঠিয়ে ইনস্টাগ্রাম অনুসারীদের কাছে নিজেদের মতামত বা অনুভূতি বর্তমানের তুলনায় ভালোভাবে প্রকাশ করা যাবে।
ইনস্টাগ্রামের ডিএম (ডিরেক্ট মেসেজ) অপশনে প্রোফাইল ছবিরও ওপরে দেখা যায় ভিডিও নোটগুলো। ফলে অনুসারীরা চাইলে ভিডিও নোটে মন্তব্য করার পাশাপাশি প্রতিক্রিয়াও দেখাতে পারেন। লিখিত ও অডিও বার্তার মতো ভিডিও নোটও স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর মুছে যায়। ইনস্টাগ্রাম নোটে ভিডিও যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
ভিডিও নোট পাঠানোর জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের মেসেজ আইকনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় প্রোফাইল ছবির ওপরে থাকা ‘নোট’ অপশনে ক্লিক করে ক্যামেরা আইকন ট্যাপ করা অবস্থায় দুই সেকেন্ডের ভিডিও ধারণ করতে হবে। ভিডিওর মান ভালো হলে টিক চিহ্নে ক্লিক করতে হবে। চাইলে ডিলিট আইকনে ট্যাপ করে নতুন করে ভিডিও ধারণ করা যাবে। এরপর নোটে প্রয়োজনীয় বার্তা লিখে ‘শেয়ার’ অপশনে ক্লিক করলেই ভিডিও নোটটি অন্যরা দেখতে পারবেন।