ভিডিও কলের সময় পেছনের দৃশ্য সম্পাদনা করে দেবে মাইক্রোসফট টিমস

নতুন এআই টুল চালু করছে মাইক্রোসফট টিমসছবি: মাইক্রোসফট

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ সভা করতে হয় ভিডিও কলের মাধ্যমে। তবে ভিডিও কলের সময় ঘর বা অফিস গোছানো না থাকলে বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে ভিডিও কলের সময় বিভিন্ন ধরনের স্থির দৃশ্যযুক্ত ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করেন কেউ কেউ। এবার ভিডিও কলের সময় ঘর বা অফিস গোছানো না থাকলেও সমস্যা নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের মাধ্যমে পেছনের দৃশ্যসহ ব্যবহারকারীর ছবিও সম্পাদনা করে দেবে মাইক্রোসফট টিমস।

মাইক্রোসফট টিমসে ভিডিও কল শুরুর আগে টুলটি চালু করলেই সেটি প্রথমে ব্যবহারকারীদের চেহারা ও পেছনের দৃশ্য পর্যালোচনা করবে। এরপর পেছনে থাকা দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করে দেবে। অর্থাৎ, ভিডিও কলের সময় ব্যবহারকারীর পেছনে থাকা ঘর অগোছালো বা অসুন্দর দেখা গেলে ঘরের নতুন ছবি তৈরি করে দেবে এআই টুলটি। ফলে ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা সুন্দর দৃশ্য দেখতে পাবেন।

মাইক্রোসফটের তথ্যমতে, নতুন টুলটি আগামী বছরের শুরুতে উন্মুক্ত করা হতে পারে। প্রাথমিকভাবে মাইক্রোসফট টিমসের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা টুলটি ব্যবহারের সুযোগ পাবেন। পর্যায়ক্রমে সবার জন্য টুলটি উন্মুক্ত করা হতে পারে।

ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ দীর্ঘদিন ধরেই চালু রয়েছে মাইক্রোসফট টিমসে। নতুন এ সুবিধা চালু হলে ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার না করেই আগের তুলনায় স্বাচ্ছন্দ্যে অপরিচিত ব্যক্তি বা সহকর্মীদের সঙ্গে ভিডিও কল করা যাবে।
সূত্র: ডেইলি মেইল