মেসেজেস অ্যাপে স্প্যাম বার্তার বিরুদ্ধে অভিযোগ করবেন যেভাবে

মেসেজেস অ্যাপে স্প্যাম বার্তার বিরুদ্ধে অভিযোগ করা যায়ছবি: রয়টার্স

বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত স্প্যাম বার্তা পাঠিয়ে থাকেন। এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, অনেক সময় স্প্যাম বার্তায় ক্ষতিকর লিংক থাকে, যেগুলোয় ক্লিক করলে যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করতে থাকে। তবে চাইলেই মেসেজেস অ্যাপে স্প্যাম বার্তার বিরুদ্ধে অভিযোগ করা সম্ভব। অভিযোগ পাওয়ার পর স্প্যাম বার্তা পাঠানো নম্বরটি ব্লক করে দেয় গুগল। মেসেজেস অ্যাপে স্প্যাম বার্তার বিরুদ্ধে অভিযোগ করার পদ্ধতি জেনে নেওয়া যাক।

স্প্যাম বার্তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রথমেই মেসেজেস অ্যাপে প্রবেশ করে যে বার্তার বিরুদ্ধে অভিযোগ করতে হবে, সেটি খুলতে হবে। এরপর মেসেজ বক্সের ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। এবার প্রদর্শিত অপশন থেকে ব্লক অ্যান্ড রিপোর্ট স্প্যাম নির্বাচন করে ‘ওকে’ বাটনে ক্লিক করতে হবে।