গুগলের পটভূমিতে পছন্দের ছবি যুক্ত করার জন্য প্রথমে কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালু করতে হবে। এরপর গুগল ট্যাবের নিচে থাকা কাস্টমাইজ ক্রোম বাটন অপশনে ক্লিক করলেই বেশ কিছু পটভূমির ছবি দেখা যাবে। পছন্দের ছবি নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করলেই সেটি গুগলের পটভূমি হিসেবে যুক্ত হয়ে যাবে। রিফ্রেশ ডেইলি টগল চালু করলে প্রতিদিন নতুন নতুন পটভূমি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।

গুগলের পটভূমিতে নিজের ছবি যুক্ত করার জন্য কাস্টমাইজ ক্রোম বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অপশন নির্বাচন করতে হবে। এবার আপলোড ফ্রম ডিভাইস অপশনে ক্লিক করে ছবি নির্বাচনের পর ওপেন বাটনে ক্লিক করলেই ছবিটি গুগলের পটভূমিতে দেখা যাবে।

গুগলের পটভূমির রং এবং থিম পরিবর্তনের জন্য কাস্টমাইজ ক্রোম বাটনে ক্লিক করে কালার অ্যান্ড থিম অপশন নির্বাচন করতে হবে। এরপর পছন্দসই রং নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করলেই রং পরিবর্তন হয়ে যাবে।