স্মার্টফোনের সব অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ডার্কমোড চালু করবেন যেভাবে
চোখের ওপর চাপ কমাতে অনেকেই স্মার্টফোনে ডার্কমোড সুবিধা ব্যবহার করেন। এই মোড ব্যবহার করলে ওএলইডি পর্দার ফোনের ব্যাটারিও খরচ হয় কম। ফলে ফোনে চার্জ থাকা নিয়ে চিন্তা করতে হয় না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি বেশ কয়েকটি অ্যাপ ডার্কমোড সুবিধা সমর্থন করে না। ফলে ফোনে চালু করলেও অ্যাপগুলোতে ডার্কমোড ব্যবহার করা যায় না। তবে অ্যান্ড্রয়েড ১০ থেকে পরবর্তী সব সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা ফোনে ফোর্স ডার্কমোড সুবিধা চালু করে এ সমস্যার সমাধান করা যায়।
ফোর্স ডার্কমোড সুবিধা চালুর জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘অ্যাকসেসিবিলিটি’ অপশনে ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ‘ভিশন এনহ্যানসমেন্ট’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘হাই কন্ট্রাস্ট থিম’ নির্বাচনের পর ‘অ্যাপ্লাই’ বাটনে ক্লিক করতে হবে। চাইলে ফোনের ডেভেলপার অপশন থেকেও ফোর্স ডার্কমোড সুবিধা চালু করা যাবে।