ইনস্টাগ্রামে লিংক হিস্ট্রি বন্ধ করবেন যেভাবে

ইনস্টাগ্রামছবি: রয়টার্স

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘লিংক হিস্ট্রি’ নামের নতুন সুবিধা চালু করেছে মেটা। এর ফলে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে সেসব ওয়েবসাইটের লিংক সংরক্ষণের পাশাপাশি সেগুলো দেখার সুযোগ দিয়ে থাকে মেটা। স্বয়ংক্রিয়ভাবে চালু থাকায় লিংক হিস্ট্রি সুবিধার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্যদের কাছে প্রকাশ পেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে চাইলেই ইনস্টাগ্রামের লিংক হিস্ট্রি সুবিধা বন্ধ রাখা যায়।

ইনস্টাগ্রামে লিংক হিস্ট্রি সুবিধা বন্ধের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পেজে স্ক্রল করে ‘ইয়োর অ্যাপ অ্যান্ড মিডিয়া’ অপশনের নিচে থাকা ‘ওয়েবসাইট পারমিশনস’–এ ট্যাপ করতে হবে। এরপর ব্রাউজার সেটিংস থেকে ‘অ্যালাউ লিংক হিস্ট্রি’ অপশনের পাশে থাকা টগলটি বন্ধ করলেই স্বয়ংক্রিয়ভাবে চালু থাকা ইনস্টাগ্রামের লিংক হিস্ট্রি সুবিধা অকার্যকর হয়ে যাবে। একই পদ্ধতি অনুসরণ করে টগলটিতে ক্লিক করে ইনস্টাগ্রামের লিংক হিস্ট্রি সুবিধা পুনরায় চালু করা যাবে।