ইনস্টাগ্রামে নির্দিষ্ট ব্যক্তিকে স্টোরিজ দেখাতে না চাইলে

ইনস্টাগ্রামরয়টার্স

ছবি ও ভিডিও আদানপ্রদানের পাশাপাশি ইনস্টাগ্রামে স্টোরিও শেয়ার করা যায়। স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর মুছে যাওয়ায় স্টোরিজ সুবিধাটি এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে ব্যক্তিগত কারণে অনেকেই এক বা একাধিক অনুসরণকারীদের কাছে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরি প্রদর্শন করতে চান না। ইনস্টাগ্রামে ক্লোজ ফ্রেন্ডস সুবিধা ব্যবহার না করেও নির্বাচিত অনুসরণকারীদের কাছ থেকে নিজেদের স্টোরি লুকিয়ে রাখা যায়।

ইনস্টাগ্রামে নির্দিষ্ট ব্যক্তিকে স্টোরি দেখাতে না চাইলে প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে ক্লিক করতে হবে। এবার নিচে স্ক্রল করে  ‘হু ক্যান সি ইয়োর কনটেন্ট’ অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ’–এ ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম’ নির্বাচন করে যে ব্যক্তির কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকিয়ে রাখতে চান, তাঁর অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এ পদ্ধতি অনুসরণ করে চাইলে একাধিক ব্যক্তির কাছ থেকেও ইনস্টাগ্রাম স্টোরি লুকিয়ে রাখা যাবে।