গুগল ফটোজের নির্দিষ্ট অ্যালবামে একাধিক ব্যক্তি ছবি যুক্ত করবেন যেভাবে
পরিচিতদের সঙ্গে ভ্রমণ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন অনেকে। সেখানে সবাই আলাদাভাবে ছবি তুললেও সেগুলো পরে আর সংগ্রহ করা হয়ে ওঠে না। তবে চাইলেই গুগল ফটোজের ‘কলাবরেটিভ শেয়ারড অ্যালবাম’ সুবিধা ব্যবহার করে এ সমস্যার সমাধান করা সম্ভব। ভ্রমণে যাওয়া বা অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা যেখানেই থাকুক না কেন, তাঁদের সংগ্রহে থাকা ছবিগুলো গুগল ফটোজের নির্দিষ্ট অ্যালবামে যুক্ত করতে পারবেন। ফলে অন্যদের তোলা সব ছবি সবাই দেখতে পারবেন।
গুগল ফটোজের নির্দিষ্ট অ্যালবামে ছবি রাখার সুযোগ চালুর জন্য গুগল ফটোজ অ্যাপে লগইন করে অ্যাপ গ্যালারিতে থাকা নির্দিষ্ট ছবি বা ভিডিও ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর নিচে থাকা প্লাস আইকনসহ অ্যাড টু বাটনে ট্যাপ করে ‘শেয়ারড অ্যালবাম’ অপশন নির্বাচন করতে হবে। এবার অ্যালবামটির নাম লিখে ওপরে থাকা শেয়ার বাটনে ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় শেয়ারের বিভিন্ন অপশন দেখা যাবে। এরপর যেসব ব্যক্তি অ্যালবামটি ব্যবহার করতে পারবেন, তাঁদের নাম নির্বাচন করে অথবা মোর বাটন থেকে তাঁদের জিমেইল ঠিকানা লিখতে হবে। এবার ওপরে থাকা ‘অ্যাড’ বাটনে ক্লিক করলেই নির্বাচিত ব্যক্তিদের ই–মেইলে অ্যালবাম ব্যবহারের আমন্ত্রণ বার্তা চলে যাবে। নির্বাচিত ব্যক্তিরা অ্যালবামে ছবি পোস্ট করার পাশাপাশি সেখান থেকে বিভিন্ন ছবি নামিয়ে সংরক্ষণও করতে পারবেন।