বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন যেভাবে

কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন থেকেও বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করা যায়রয়টার্স

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৬৫ শতাংশই গুগলের তৈরি ব্রাউজারটি ব্যবহার করেন। ক্রোম ব্রাউজারে ইংরেজি ভাষা ডিফল্ট হিসেবে নির্ধারণ করা থাকে। ফলে ব্রাউজারটির বিভিন্ন সুবিধা ইংরেজিতে দেখা যায়। তবে চাইলেই ভাষা পরিবর্তন করে বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করা সম্ভব। বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহারের জন্য কম্পিউটার থেকে প্রথমে ব্রাউজারটির ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস’ নির্বাচনের পর বাঁ দিকে থাকা ‘ল্যাংগুয়েজেস’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘ওয়েবসাইটস ইন ইউর ল্যাংগুয়েজেস’ অপশনের পাশে থাকা ‘অ্যাড ল্যাংগুয়েজেস’ বাটনে ক্লিক করলেই বেশ কয়েকটি অপশন দেখা যাবে। প্রদর্শিত অপশন থেকে ‘বাংলা’ নির্বাচন করে ‘অ্যাড’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ওয়েবসাইটস ইন ইউর ল্যাংগুয়েজেসের নিচে বাংলা অপশনের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘ডিসপ্লে গুগল ক্রোম ইন দিস ল্যাংগুয়েজ’ নির্বাচন করতে হবে।

স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজার ব্যবহারের জন্য ব্রাউজারটির ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর স্ক্রল করে ‘ল্যাংগুয়েজেস’ নির্বাচনের পর ‘অ্যাড ল্যাংগুয়েজ’ অপশন থেকে ‘বাংলা’ নির্বাচন করতে হবে। এবার ‘ক্রোমস ল্যাংগুয়েজ’–এর নিচে ‘বাংলা’ ভাষায় ট্যাপ করার পর প্রদর্শিত অপশন থেকে আবার ‘বাংলা’ নির্বাচন করতে হবে।