হোয়াটসঅ্যাপে কমিউনিটি তৈরি করবেন যেভাবে

সর্বোচ্চ ১০০টি গ্রুপ নিয়ে একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করা যায়রয়টার্স

একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজ-সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। সর্বোচ্চ ১০০টি গ্রুপ নিয়ে একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরির সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপে চাইলেই একই ঘরানার বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত থাকা যায়। এর ফলে বেশি সংখ্যক মানুষের কাছে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন তথ্য জানানো সম্ভব। হোয়াটসঅ্যাপে কমিউনিটি তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

কমিউনিটি তৈরির জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ডানে সোয়াইপ করে কমিউনিটি ট্যাবে ক্লিক করতে হবে। এরপর নিউ কমিউনিটি বাটনে ট্যাপ করে কমিউনিটির নাম সর্বোচ্চ ১০০ অক্ষরের মধ্যে লিখতে হবে। এবার কমিউনিটির ধরন সংক্ষেপে লিখে নিচে থাকা অ্যারো চিহ্নে ট্যাপ করলেই ‘অ্যাড এক্সিজটিং গ্রুপ’ অপশন দেখা যাবে। অপশনটি ট্যাপ করে পছন্দের গ্রুপগুলোর নাম নির্বাচন করে নিচে থাকা টিক চিহ্নে ক্লিক করলেই কমিউনিটি তৈরি হয়ে যাবে, যা হোয়াটসঅ্যাপ কমিউনিটিজ অপশনে দেখা যাবে। কমিউনিটি তৈরির পর যেকোনো সময়ে প্রশাসকেরা নতুন গ্রুপ যুক্ত করতে পারবেন, এমনকি যুক্ত থাকা গ্রুপ বাতিলও করতে পারবেন।

আরও পড়ুন