অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপ ভয়েস স্ট্যাটাস দেবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ
ছবি: রয়টার্স

নতুন হালনাগাদে অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা চালু করেছে মেটার মালিকানাধীন অনলাইন কল ও তাৎক্ষণিক বার্তা বিনিময়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফলে লেখা কিংবা ইমোজির মতো কথা বা ভয়েসের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া যাবে। সর্বোচ্চ ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভয়েস ক্লিপ স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন ব্যবহারকারীরা।

দেখে নেওয়া যাক, কীভাবে অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপের ভয়েস স্ট্যাটাস দেওয়া যায়।

প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। এরপর সোয়াইপ করে স্ট্যাটাস ট্যাবে যেতে হবে।

পর্দার ডান দিকে নিচে থাকা পেনসিল আইকনে ট্যাপ করতে হবে। মাইক্রোফোন আইকন ট্যাপ করে ধরে রেখে ভয়েস রেকর্ডিং শুরু করতে হবে। ভয়েস দেওয়া শেষ হলে প্রিভিউ শুনতে পারবেন ব্যবহারকারী। এরপর নিচে সেন্ড বাটনে ট্যাপ করে ভয়েস স্ট্যাটাস আপলোড করতে হবে।

সূত্র: গ্যাজেটস নাউ