গুগল ড্রাইভে থাকা ফোল্ডারের মালিকানা পরিবর্তন করবেন যেভাবে

গুগল ড্রাইভগুগল

ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্য জমা রাখেন অনলাইন এ তথ্যভান্ডারে। তবে চাকরি পরিবর্তনসহ বিভিন্ন কারণে গুগল ড্রাইভে থাকা এক বা একাধিক ফোল্ডারের মালিকানা অন্য ব্যক্তিদের কাছে হস্তান্তরের প্রয়োজন হয়। গুগল ড্রাইভে থাকা ফোল্ডারের মালিকানা পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক।

গুগল ড্রাইভে থাকা ফোল্ডারের মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে কম্পিউটার থেকে গুগল ড্রাইভে প্রবেশ করে যে ফোল্ডারের মালিকানা পরিবর্তন করতে হবে তা নির্বাচন করতে হবে। এরপর ফোল্ডারটির পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে শেয়ার অপশন থেকে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট নির্বাচনের পর এডিট অ্যাকসেস সুবিধা দিতে হবে। এবার আবার শেয়ার অপশনে ক্লিক করে যে ব্যক্তিকে ফোল্ডারের মালিকানা দিতে হবে তার নামের ডান পাশে থাকা এডিটর বাটনে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘ট্রান্সফার ওনারশিপ’ নির্বাচনের পর ‘সেন্ড ইনভাইটেশন’ নির্বাচন করতে হবে। অনুরোধ পাওয়া ব্যক্তি ‘ওনারশিপ’ গ্রহণে সম্মতি দিলেই ফোল্ডারটি তার মালিকানায় চলে যাবে।

আরও পড়ুন