ক্রোম ব্রাউজারে যুক্ত এক্সটেনশন নিষ্ক্রিয় করবেন যেভাবে
ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করেন। ব্যবহারকারীদের এই আগ্রহ কাজে লাগিয়ে বিভিন্ন ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে থাকে হ্যাকাররা। সংগ্রহ করা তথ্যগুলো বিক্রি করার পাশাপাশি গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থও চুরি করে তারা। আর তাই প্রয়োজন না হলে ব্রাউজারের সঙ্গে যুক্ত থাকা বাড়তি এক্সটেনশনগুলো নিষ্ক্রিয় করা উচিত। ক্রোম ব্রাউজার থেকে এক্সটেনশন নিষ্ক্রিয় করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
এক্সটেনশন নিষ্ক্রিয় করার জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। এরপর ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে পপআপ বক্সে প্রদর্শিত ‘এক্সটেনশন’ অপশনের ওপর মাউসের কারসর রাখতে হবে। দুটি অপশন দেখা যাবে। সেখান থেকে ‘ম্যানেজ এক্সটেনশন’–এ ক্লিক করলেই পরের পৃষ্ঠায় ‘অল এক্সটেনশন’ অপশনের নিচে ব্রাউজারের সঙ্গে যুক্ত থাকা সব এক্সটেনশনের তালিকা দেখা যাবে। অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলোর নিচে থাকা ‘রিমুভ’ বাটনে ক্লিক করলেই সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে।