গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ডের বদলে পাসকি দিয়ে প্রবেশ করবেন যেভাবে
গুগল অ্যাকাউন্টে প্রচলিত পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ ব্যবহার করেও প্রবেশ করা যায়। সহজে এ সুবিধা ব্যবহারের সুযোগ দিতে গুগল অ্যাকাউন্টে পাসকি পদ্ধতি ডিফল্ট হিসেবে যুক্ত করেছে গুগল। এর ফলে দ্রুত পাসকি পদ্ধতি চালু করে গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করা যাবে। পাসকি পদ্ধতি চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
গুগল অ্যাকাউন্টে পাসকি পদ্ধতি চালুর জন্য প্রথমে g.co/passkeys ঠিকানায় প্রবেশ করে ‘গেট পাসকিস’ অপশনে ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার পরিচিয় শনাক্তের জন্য আঙুলের ছাপ, স্ক্রিন লক বা চেহারার ছবি তুললেই স্বয়ংক্রিয়ভাবে পাসকি পদ্ধতি চালু হয়ে যাবে। এবার ‘ইউজ পাসকিস’ বাটনে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলেই পাসকি পদ্ধতি চালুর পপআপ বার্তা দেখা যাবে।