মেসেঞ্জারে পিন করা বার্তার ইতিহাস দেখবেন যেভাবে

মেসেঞ্জারে পিন করা বার্তার ইতিহাস দেখা যায়ছবি: মেটা

মেসেঞ্জারে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না। তবে চাইলেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখা যায় মেসেঞ্জারে। পিন করা বার্তাগুলো চ্যাট বক্সের ওপরে দেখা যাওয়ায় পরবর্তী সময়ে সহজে তা খুঁজে পাওয়া যায়। কিন্তু নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তাগুলো থেকে পিনগুলো মুছে যায়। তবে চাইলেই মেসেঞ্জারে পিন করা সব বার্তার তালিকা দেখা সম্ভব। মেসেঞ্জারে পিন করা বার্তার তালিকা দেখার পদ্ধতি দেখে নেওয়া যাক।

পিন করা বার্তার ইতিহাস জানার প্রথমে স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের পিন করা মেসেজ খুঁজতে হবে। এরপর সেই মেসেজ বক্সে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা ‘আই’ আইকনে ট্যাপ করতে হবে। এবার স্ক্রল করে ‘মোর অ্যাকশনস’ অপশনের নিচে থাকা ‘ভিউ পিনড মেসেজ’ ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় তারিখ অনুযায়ী পিন করা সব বার্তা দেখা যাবে।  পিন করা বার্তার সঙ্গে প্রাসঙ্গিক বার্তাগুলো দেখতে ডান দিকে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করতে হবে। তখন পরের পেজে পিন করা বার্তার আগে বা পরে পাঠানো বার্তাগুলো দেখা যাবে।