গুগল ফটোজের মেমোরি সম্পাদনা করে শেয়ার করবেন যেভাবে

গুগল ফটোজের প্রতীকছবি: অ্যান্ড্রয়েড পুলিশ ডটকম

ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন। সহজ ও বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। গুগল ফটোজের মেমোরিজে তারিখ বা বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক ছবি থাকে। মেমোরিজে থাকা ছবি শেয়ারও করা যায়। মেমোরিজে পুরোনো ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকে। তবে কখনো কখনো মেমোরিজের ছবির ক্রম বদলের প্রয়োজন হয় বা কোনো কিছু যোগ বা বাদ দেওয়ার প্রয়োজন হয়। কেউ কেউ মেমোরিজের সুন্দর শিরোনামও দিতে চান। দেখে নেওয়া যাক কীভাবে গুগল ফটোজের মেমোরিজ সম্পাদনা করে প্রকাশ করা যায়।

স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। নিচে বিভিন্ন অপশন দেখা যাবে। সেখান থেকে মেমোরিজ অপশনটি নির্বাচন করতে হবে। পরের পেজে তারিখ ধরে বা বিষয় অনুসারে আগের সাজানো ছবির মেমোরিজের তালিকা দেখা যাবে। যে মেমোরিজ সম্পাদনা করতে হবে, সেটিতে ট্যাপ করতে হবে। এবার ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে এডিট অপশন নির্বাচন করতে হবে। এরপর টাইটেল বক্সে মেমোরিজের শিরোনাম পরিবর্তন করা যাবে। ছবির ওপর থাকা ক্রস চিহ্নে ট্যাপ করলে সেই ছবি বাদ দেওয়া যাবে। নতুন ছবি যোগ করতে অ্যাড ফটোজে ট্যাপ করে ছবি যোগ করতে হবে। সম্পাদনা শেষ হলে ওপরে বাঁ দিকে থাকা টিক চিহ্নে ট্যাপ করতে হবে। এরপর শেয়ার আইকনে ট্যাপ করে বিভিন্ন মেসেজিং অ্যাপে শেয়ার করা যাবে। এ ছাড়া মেমোরিজের লিংকও কপি করে শেয়ার করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া