অ্যান্ড্রয়েড ফোনে ফোল্ডার বানিয়ে অ্যাপ গুছিয়ে রাখবেন যেভাবে

স্মার্টফোনে ফোল্ডার তৈরি করে প্রয়োজনীয় অ্যাপ গুছিয়ে রাখা যায়রয়টার্স

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের জন্য নিয়মিত বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন অনেকেই। কিন্তু স্মার্টফোনে থাকা বিভিন্ন অ্যাপের ভিড়ে প্রয়োজনের সময় নির্দিষ্ট অ্যাপ দ্রুত খুঁজে পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চাইলেই একই ধরনের বিভিন্ন অ্যাপ একটি ফোল্ডারের ভেতর রেখে এ সমস্যার সমাধান করা যায়।

স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলো একটা ফোল্ডারে গুছিয়ে রাখার জন্য প্রথমে যেকোনো একটি অ্যাপ নির্বাচন করতে হবে। এবার অ্যাপটি একই ধরনের অন্য অ্যাপের ওপর ধরে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এরপর ফোল্ডারের নাম লিখে অন্য অ্যাপগুলো ট্যাপ করে ধরে ফোল্ডারটির ভেতর রাখতে হবে। একইভাবে গুগলের সব অ্যাপ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপের জন্য আলাদা ফোল্ডার তৈরি করা যাবে।

ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় নির্দিষ্ট ফোল্ডার মুছে ফেলতে পারবেন। এ জন্য ফোল্ডারের ওপর ট্যাপ করে ধরে রেখে ‘রিমুভ’ অপশনে ক্লিক করতে হবে। ফোল্ডার মুছে ফেললেও সেখানে থাকা অ্যাপগুলো আগের মতো ফোনের পর্দায় দেখা যাবে।